পৌষসংক্রান্তিতে কেন বাড়ির বাইরে পা রাখতে নেই? চলুন দেখেনি*

13

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আগামীকাল পৌষ সংক্রান্তি। বাংলার মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালিত হয়। পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি বললেই সবার প্রথমে মাথায় আসে পিঠেপুলির কথা।একমাত্র এইদিনেই গঙ্গাসাগরে পূর্ণার্থীরা ভিড় জামায়। শুধুমাত্র এরাজ্যেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালন হয়। মকর সক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনটিকে মকর সক্রান্তি বলা হয়ে থাকে। আগামীকাল অর্থ্যাৎ বুধবার মকর সংক্রান্তি। এইদিন পূর্ণ্য লাভের আশায় মানুষ পুজো আর্চা করলেও, যাত্রার ক্ষেত্রে এইদিনটি শুভ নয়। কথিত আছে, এক মুনি নিজের বাড়ি থেকে এদিন যাত্রা শুরু করেন, এবং তিনি আর কোনোদিন বাড়ি ফিরে আসেননি। তারপর থেকেই বিশেষত এই দিনেই বাড়ির বাইরে কোথাও রাত্রিবাস না করার প্রচলন চলেই আসছে। ফলে এই দিনটিতে সকলে একসাথে করা যায়, সম্ভবত সেই জন্যই এই নিয়মটি পালন করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =