পৌষসংক্রান্তির দিন ঠিক কি কি করা উচিত! এবং কি উচিত নয়*

25

আগামীকালই পৌষ সংক্রান্তি। আর এই দিনে বিশেষ কিছু নিয়ম নীতি রয়েছে যেগুলি সবাইকেই মেনে চলতে হয়, বিশেষ করে ওই দিন, নিজেদের ঘরের রান্নাঘরটি পরিষ্কার রাখা প্রয়োজন এবং ওই দিন সূর্যদেবের পুজো করা হয়। তার আর্শিবাদে আমাদের সকল রোগ ব্যাধি দূর হয়, তাই এইদিনটিতে আমরা সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আসলে সুস্থ থাকার জন্যই এই নিয়মাবর্তিতা। এছাড়াও ওইদিন আপনার বাড়িতে কোনো ভিক্ষুক ভিক্ষে চাইতে এলে তাকে খালি হাতে কখনই ফেরানো উচিত হবে না। ওইদিন তাকে অন্ন দান করলে গৃহের অন্নের কোনো অভাব হয়না, বরং পরিবারে সুখ স্বাচ্ছন্দ বজায় থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =