বাবা-মায়ের বিবাহবার্ষিকী আবেগতাড়িত ঋষি-নীতু কন্যা ঋদ্ধিমা

88

১৯৮০ সালে ২২ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন ঋষি কাপুর ও নীতু সিং। তারপর থেকে দীর্ঘ ৩৮ বছর পার হয়ে গিয়েছেন তাঁদের সংসার জীবনের। আজ তাঁরা ৩৯ তম বিবাহবার্ষিকী সেলিব্রেট করছেন। মা-বাবার বিবাহবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার একটি আবেগঘন পোস্ট করেছেন তাঁদের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি (রণবীরের দিদি)।

সোশ্যাল সাইটে মা বাবার বিভিন্ন সময়ের ছবি পোস্ট করে ঋষি-নীতু কাপুর কন্যা লিখেছেন, ” তোমরা দুজনে আমার জীবন, আমার কাছে আমার গোটা বিশ্ব। আমি তোমাদের দুজনকেই অসম্ভব ভালোবাসি। তোমরা সব সময় সেরা দম্পতির উদাহরণ হয়ে ছিল, আছো ও থাকবে। মা ও বাবা দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল। ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =