বিজেপির কাছে ক্ষমাপ্রার্থী অর্জুন সিং

61

বিজেপিতে যোগদানের পরে এলাকায় ফিরে প্রথমেই ভাটপাড়া বিধানসভার বিজেপি কর্মীদের কাছে ক্ষমা চাইলেন অর্জুন সিং৷
তার কথায়, তৃনৃমুলে থাকাকালীন আপানাদের উপর অনেক অন্যায় কাজ করেছি। যেটা করেছি, সেটা তৃনমুলের নেতৃত্বের নির্দেশেই করেছি। আমাকে দিয়ে করানো হয়েছে, তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি।
আজ হাজিনগর বিজেপির দলীয় কায্যা’লয়ে বিজেপি কর্মীদের কাছে বিগত অপরাধের ক্ষমা চাইলেন নতুন বিজেপি দলনেতা। খোদ অর্জুন সিংয়ের গলায় এই স্বিকারোক্তি শুনে তাকে হাত তালি দিয়ে অর্ভ্যথনা জানালেন বিজেপির কর্মীরা।
অর্জুন সিং জানান, আজ রবিবার ছুটির দিন থাকায় নিজের অফিসে,হাজিনগরের দলীয় কার্য্যালয়ে কর্মী এবং ব্যারাকপুরের বিভিন্ন জায়গার দলীয় কর্মীদের সাথে ভোটের প্রচার নিয়ে প্লান করলাম।তবে তৃনমুলে থাকাকালীন বিজেপির কর্মীদের উপর আমাকে দিয়ে যেসব অন্যায় কাজ করানো হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছি তাদের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =