স্মার্টফোনের বাজার ধরতে ফের ফিরছে Moto Razr!

77

আজ থেকে ১৫ বছর আগের কথা! ২০০৪ সালে লঞ্চ করেছিল Motorola-র পাতলা, হালকা, ফ্লিপ ফোন Moto Razr V3। লঞ্চের মাত্র চার বছরের মধ্যে প্রায় ১৩ কোটি Moto Razr V3 বিক্রি হয়েছিল। ওই সময় মোবাইল ফোনের দুনিয়ায় Motorola-র এই ফোনটির চাহিদা যে তুঙ্গে ছিল, এই সংখ্যাই তার প্রমাণ। এ বার স্মার্টফোনের বাজার ধরতে ফের ফিরছে Moto Razr! জানা গিয়েছে, প্রিমিয়াম ফোল্ডেবেল স্মার্টফোন হিসাবে আগামী ফেব্রুয়ারী মাসেই লঞ্চ হতে পারে এই ফোনটি।

সম্প্রতি মার্কিন পত্রিকা ‘ওয়াল স্ট্রিট’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারী মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হতে পারে Moto Razr ফোনটি। এই প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়াম ফোল্ডেবেল স্মার্টফোন হিসাবে মার্কিন মুলুকে Moto Razr-এর দাম হতে পারে প্রায় ১,৫০০ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ১ লক্ষ ৪ হাজার টাকার সমান)। বর্তমানে Motorola তবে Lenovo-র মালিকানাধীন। আর Moto Razr লঞ্চের বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছু জানা যায়নি Lenovo-র পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − four =