নিজস্ব প্রতিবেদন : শিয়ালদা স্টেশন সংলগ্ন একটি হোটেলের বদ্ধ ঘর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম পীযূষ রায়। বয়স ২৫ বছর।১৩১ এ জি সি বোস রোডে অবস্থিত হোটেলটি। মুচিপাড়ার ওই হোটেলের মালিক জানিয়েছেন, গত ৫ মাস ধরে তাঁর হোটেলে কাজ করছিলেন পীযূষ। গতকাল রাতে কাজ শেষের পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এদিন সকালে দরজা না খোালায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। ডাকাডাকির পরেও সাড়া না মেলায় সন্দেহ আরও গাঢ় হয়।তারপরই মুচিপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে দরজা ভেঙে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। হোটেলের ১৩ নম্বর ঘর থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিতসকরা পীযূষ রায়কে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে অনুমান, ওই যুবক আত্মহত্যা করেছে। কিন্তু, কী কারণে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন, সে সম্পর্কে যদিও নিশ্চিত করে কিছু জানা যায়নি। খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিস।