তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি, মালদায় বার্তা অমিত শাহর

90

তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি। মালদার মঞ্চে দাঁড়িয়ে ডাক দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন,

বাংলার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নির্বাচন ২০১৯-এর ভোট: অমিত

এই নির্বাচন ঠিক করবে তৃণমূল সরকার থাকবে না যাবে: অমিত

২০১৯এর নির্বাচন বাংলার জন্য খুবই গুরুত্বপূর্ণ: অমিত

তৃণমূলের সন্ত্রাস মুক্ত করার নির্বাচন: অমিত

মমতাদিদির সরকারকে উত্খাত করতে হবে: অমিত

২০১৯ এর ভোট দেশের ভবিষ্যত্ নির্ধারণের লড়াই: অমিত

বাংলার সংস্কৃতিকে নষ্ট করা তৃণমূলকে সরাতে হবে: অমিত

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে: অমিত

সব বুথে নির্বাচন কমিশনের লোক থাকবে: অমিত

পঞ্চায়েত ভোটের মতো ভোট হবে না: অমিত

ব্রিগেড সমাবেশে কেউ ‘ভারত মাতা কী জয়’ বলেননি: অমিত

সবাই শুধু ‘মোদী মোদী’ করে গিয়েছেন: অমিত

বাংলার সিন্ডিকেট ট্যাক্স দিতে হয়: অমিত

সব হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানদের নাগরিকত্ব দেবে ভারত: অমিত

বাংলাদেশ থেকে যেসব হিন্দু পশ্চিমবঙ্গে আসছে, তাঁদেরও নাগরিকত্ব দেবে ভারত: অমিত

লোকসভায় ‘সিটিজেনশিপ অ্যাক্ট’এর বিরোধিতা করেছিল তৃণমূল, ওরা এটা চায় না: অমিত

রাজ্যসভায় দেখি ওরা কী করে: অমিত

রাজ্যে বোমার কারখানা রয়েছে: অমিত

বাংলায় উত্পাদনের হার ছিল ২৭ শতাংশ: অমিত

মমতার শাসনে উত্পাদনের হার ৩.৩ শতাংশ নেমেছে: অমিত

রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় অর্ধেক: অমিত

সব টাকা তো নারদা, সারদাতেই চলে গিয়েছে: অমিত

আমি জানি, এখান থেকে চলে গেলেই আমার বিরুদ্ধে কেস ঠুকে দেবে: অমিত

মমতাদি আমাকে একটা নয়, দুটো কেস দিন, এটা আমার আশীর্বাদ: অমিত

আয়ুষ্মান ভারত যোজনা কী? যাই হোক না কেন ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার টাকা দেবে কেন্দ্র: অমিত

বাংলার মানুষ কেন ৫ লক্ষের সুবিধা পাবেন না: অমিত

মোদীর জনপ্রিয়তা বেড়ে যায়, তাই আয়ুষ্মান ভারতের কার্ড ছিনিয়ে নেয় তৃণমূল: অমিত

জোট জোট নিয়ে এত চেঁচানো হচ্ছে, ওটা আসলে স্বার্থের জোট: অমিত

৭০ বছরে যা হয়নি, মোদী তাই করেছেন: অমিত

রাজ্যকে ৫ কোটি দিতে চায় কেন্দ্র: অমিত

ব্রিগেডের মঞ্চে তো লাইন দিয়ে ৯ জন প্রধানমন্ত্রী বসেছিলেন: অমিত

বাংলার ২৩ টির বেশি আসন মোদীর ঝুলিতে দিন: অমিত

মালদহে বক্তৃতা রাখছেন অমিত শাহ। বেলা সওয়া বারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 20 =