খনি এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত ইসিএল কর্তা। শোনপুর বাজারি কয়লাখনির পরিদর্শনে গিয়েই আক্রান্ত এ জি এম অরবিন্দ সিং। মারধরের অভিযোগ উঠেছে কয়লা চোরদের বিরুদ্ধে।সোমবার রাত সাড়ে নটা নাগাদ শোনপুর বাজারি কোলিয়ারি এলাকার ডালুরবাঁধ কোলিয়ারি পরিদর্শনে যান অরবিন্দ কুমার সিং। অভিযোগ, আচমকাই তাঁকে লক্ষ্য করে শুরু হয় অতর্কিতে ইটবৃষ্টি। মাথায় ও পিঠে ইটের আঘাত লাগে তাঁর। গুরুতর আহত হন অরবিন্দ কুমার সিং। শুধু তাই নয়, তাঁর গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
হামলার পর মাটিতে পড়ে যান অরবিন্দ। দুষ্কৃতীরা সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয়। পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।