চিকিত্সকের কাছে না গিয়ে নিজেই নিজের পিঠের ব্যাথার চিকিত্সা করলেন ব্রিটেনের এক ব্যক্তি। কী করলেন শুনলে তাজ্জব হয়ে যাবেন। হাতের একটা ফুলে ওঠা জায়গা নিয়ে জেরা করার ফলে ধরা পড়ে গেলেন ওই ব্যক্তি।কী করলেন বছর তেত্রিশের ওই যুবক? পিঠের ব্যাথা কমাতে টানা আঠারো মাস ধরে নিয়ে বীর্য ইনজেকশনের মাধ্যমে নিজের দেহ প্রবেশ করালেন। ব্যাথা তো কমলই না, উল্টে কোমরের নীচে প্রবল যন্ত্রণা নিয়ে হাজির হলেন চিকিত্সকের কাছে। গোটা ঘটনাটি প্রকাশিত হয়েছে আইরিশ মেডিক্যাল জার্নালে।
কী ভাবে ধরা পড়লেন ওই যুবক? চিকিত্সকরা দেখলেন তার হাতের একটা জায়গা ফুলে রয়েছে। সেই ফোলা অংশ নিয়ে টানা জেরাতেই বের হল আসল তথ্য। জানা গেল পিঠের ব্যাথার চিকিত্সার জন্য তিনি অনলাইনে একটি হাইপোডারমিক সিরিঞ্জ কিনেছিলেন। তার পরেই তিনি শিরা ও মাংস পেশীতে ওই ইনজেকশন নেন একাধিক বার।
যুবকের কথা শুনে তাজ্জব হয়ে য়ান চিকত্সকরা। সমস্যা সারাতে তাঁকে অ্যান্টি বায়োটিক দেওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ার পর আর চিকিত্সকদের কাছে ফেরেননি ওই যুবক।