হাতে খেলনা হ্যান্ড গান; থামতে বলার পরই ১৪ বছরের কিশোরকে লক্ষ্য করে পরপর গুলি পুলিসের

77

কয়েক মুহূর্তেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। হাতে খেলনা হ্যান্ডগান নিয়ে দৌড়চ্ছিল এক কিশোর। পুলিস থামতে বলে। তা না করতেই পরপর গুলি। মাটিতে লুটিয়ে পড়ল একটা তাজা প্রাণ। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ঘটনা। জনতার চাপে পড়ে পুলিস ওই ঘটনার ফুটেজ প্রকাশ করতে বাধ্য হয়েছে।

গত সপ্তাহে অ্যারিজেনার টেম্পেতে এক পাঁচিল ঘেরা বাড়ির পাশে এক কিশোরকে দেখতে পায় পুলিস। গাড়িতে তাকে তাড়া করে পুলিস। এক সময় গাড়ি থামিয়ে তার পেছনে পিস্তল বের করে দৌড়াতে থাকে। পাশাপাশি চিত্কার করে ওই কিশোরকে তার হাত দেখাতে বলে। তা না করে ওই বছর চোদ্দোর কিশোর দৌড়াতে থাকে। তা দেখেই পুলিস তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। পরে দেখা যায় অ্যান্টনিও আরশ নামে ওই কিশোরের হাতে ছিল আসলে একটা খেলনা হ্যান্ডগান।

ওই ঘটনার পর এলাকায় তীব্র উত্তজনার সৃষ্টি হয়। এলাকার সামজাকর্মীরা ওই ঘটনাকে খুন বলে পুলিসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ওই ঘটনার ফুটেজ প্রকাশ করার জন্যও চাপ দিতে থাকেয বাধ্য হয়েই পুলিস তাদের পোশাকের সঙ্গে লাগানো ক্যামেরার ফুটেজ প্রকাশ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + seven =