তিনি চলে গিয়েছেন বেশকিছুদিন কেটে গেছে। তবে বাবার মৃত্যু পর তাঁর টেবিল থেকে হঠাৎই একটি লেখে খুঁজে পেয়েছেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ছেলে কুণাল সেন। বাবার টেবিল ঘাঁটতে গিয়ে কুণাল খুঁজে পান একটি খাতা। যাতে কাঁপা কাঁপা হাতে লেখা ”তুমি ভালো আছো? আমি ভালো নেই।”
তবে এই লেখাটা তিনি কেন লিখেছিলেন, কবে লিখেছিলেন, কার উদ্দেশ্যেই বা লিখেছিলেন তা ঠিক জানা নেই ছেলে কুণাল সেনেরও। কুণাল বাবুর কথায়, মানুষের শেষ জীবনটা বড় ভয়ঙ্কর। যে মানুষটা সারা জীবন ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন। তাঁর শেষ জীবনটা কেটেছে একাকীত্বে। অসহায়তায়।
কুণালবাবুর এই পোস্ট টা দেখে অনেকেই মৃণাল সেনের গুণমুগ্ধরা অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন। অনেকেই মৃণাল সেনের পুত্র কুণাল সেনের সঙ্গে সহমত। তাঁদের কথায় সত্যিই মানুষের শেষ জীবনটা কতটা অসহায়তার মধ্যে কাটে।