আচমকাই বেতন বৃদ্ধির প্রতিবাদ। স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখান দমদম আদিত্য অ্যাকাডেমির অভিভাবকরা। গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ, আচমকা দ্বিগুণ বেতন বৃদ্ধি করেছে স্কুল কর্তৃপক্ষ। তাঁরা জানান, স্কুলে ছাত্রছাত্রীদের ‘গ্রুমিং ক্লাস’এর জন্য বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল। কিন্তু বেতন আচমকাই দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাত্ আগে যেক্ষেত্রে ভর্তির সময়ে ৪০ হাজার টাকা দিতে হত, এখন ৮০ হাজার টাকা দিতে হবে। আবার যে সব ছাত্রছাত্রীদের ২০ হাজার টাকা দিতে হত, তাদের ৪০ হাজার টাকা দিতে হবে।
এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে স্কুলের সামনে জড়ো হন অভিভাবকরা। বেতন বৃদ্ধি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান তাঁরা। কিন্তু তখনই কথা না বলায় বিক্ষোভ দেখাতে শরু করেন অভিভাবকরা। পরে অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় স্কুল কর্তৃপক্ষ।
ডিরেক্টর অভিজিৎ মুজুমদার জানান, “বুধবার মিটিং ডেকেছি অভিবাবকদের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেওয়া হবে।”