মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে জেরা করে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। ভারতের টেলিফোন নেটওয়ার্ক এড়িয়ে চলতে দাউদ ব্যাবহার করে একটি বেআইনি টেলিফোন এক্সচেঞ্জ।
মুম্বইয়ে ভাই ইকবালকে সামনে রেখে তোলাবাজি চালায় দাউদ। সেই কারবারের তদন্ত করতে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, করাচি থেকে একাধিক ফোন গিয়েছে দুবাইয়ে। দাউদ ইব্রাহিম ও আনিস ইব্রাহিম ওইসব ফোন করেছে মুম্বইয়ের এক বিল্ডারকে।
তদন্তে জানা গিয়েছে, মুম্বইয়ের বিল্ডার ভরত জৈনের হয়ে কাজ করে ডি কোম্পানি। ভরত জৈন মুম্বইয়ের অন্য এক বিল্ডারকে হুমকি দেওয়ার জন্য দাউদের সাহায্য চায়। ওইসব ফোন কল করার জন্য দাউদ ব্যবহার করছে একটি বেআইনি এক্সচেঞ্জ। বেআইনি ওই এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন আধুনিক গ্যাজেট ব্যবহার করে আএিসডি কলকে লোকাল ফোন নম্বরে পাঠিয়ে দেওয়া হয়। একে বলা হয় সিম বক্স জালিয়াতি।
তদন্তে দেখা যাচ্ছে ভরত জৈন একাধিকবার দুবাইয়ে আনিসের সঙ্গে দেথা করে। মহারাষ্ট্রের ভায়েন্দরে একটি ৩৮ একর জমি নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। তার পরেই দাউদের সাহায্য চায় ভরত জৈন।