অর্জুন বিদায়ে স্বস্তির নিঃশ্বাস দলের

24

প্রতিবারের মত পানিহাটি থেকে ভোটের প্রচার শুরু করলেন দমদম লোকসভা কেন্দ্রের তিন বারের তৃনমুলের প্রার্থী সৌগত রায়।
একরকম প্রচারে বেরিয়েই অর্জুন সিংয়ের দলত্যাগ ও বিজেপি যোগের প্রসঙ্গে সরব হন তিনি৷ তার কথায়, দলের একটি গুন্ডা ছিলেন অর্জুন সিং৷ দল থেকে চলে যাওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে৷
তাহলে দলে কি এতদিন গুন্ডা ছিল প্রশ্ন করায়, তিনি জানান, দলে সব ধরনের লোকদের নিয়েই চলতে হয়, একটু মানিয়ে নিতে হয়৷ সৌগত রায় পানিহাটি পৌরসভার কাউন্সিলর, পুরপ্রধান ও বিধায়ক কে সঙ্গে নিয়ে ভোট যুদ্ধের পরিকল্পনার সূচনা করেন শুক্রবার সকাল থেকেই৷ মুলতঃ মোদি সরকারের দেশ বিরোধী নীতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে ভোট প্রচার করতে চান সৌগত রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 3 =