ব্যারাকপুরে বাম ফ্রন্টের প্রার্থী গার্গী চ্যাটার্জ্জী নাম ঘোষণা হতেই প্রাচারে নামলেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শ্যামনগর ফিডার রোডে ভোট প্রচারের সাথে সাথে এলাকার মানুষের আশির্বাদ নিলেন তিনি৷
তবে বাম প্রার্থী গার্গি চ্যাটার্জ্জি ভোটের প্রথম প্রতিপক্ষ হিসেবে বেছে নিচ্ছেন বিজেপীকেই।
শ্রমিকদের ১৮ হাজার টাকা বেতন , বেকার সমস্যা আর গনতন্ত্র বাঁচাও নিতী কে সামনে রেখে ভোট যুদ্ধে লড়াই করতে চান গার্গি।