নৈহাটির দেবকের বাজি কারখানায় বিস্ফোরক ঘটনায়, সাপ্লায়ার মুন্না সাউকে গ্রেফতার করা হয়। মুন্নাই ছিলো এই দলের আসল পান্ডা।মধ্যপ্রদেশ থেকে সড়ক পথে দেবকের বাজি কারখানা গুলিতে বিস্ফোরক সাপ্লাই দিতো মুন্না।বীজপুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া বাজি কারখানার মালিক নুর হুসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মুন্নার নাম জানতে পারে। এরপরে পুলিশ মোবাইল টাওয়ার ফলো করে মুন্নাকে গ্রেফতার করে। তাকে নৈহাটি থানায় নিয়ে এসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয়। আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাকে ব্যারাকপুর আদালতে পাঠায় নৈহাটি থানার পুলিশ।