দেশকে অপুষ্টির বিরুদ্ধে সচেতন করতে Spark.Live-এর অভিনব প্রয়াস

বিগত কয়েক দশক ধরেই অপুষ্টির বিরুদ্ধে লড়ছে ভারত। তবে এখনও এমন অনেক জায়গায়ই রয়েছে যেখানে শিশু থেকে শুরু করে পূর্ণবয়স্ক অনেকেই অনাহারে দিন কাটাচ্ছেন। এই অপুষ্টির বিষয়টিকে মাথায় রেখেই আগামী ১৯ শে সেপ্টেম্বর Spark.live-এর তরফে অভিনব পদ্ধতিতে একটি ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে।

85

নিউট্রিশন মাস উজ্জাপন করছে Spark.Live

আগামী ১৯ শে সেপ্টেম্বর Spark.live-এর তরফে অভিনব পদ্ধতিতে একটি ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। যেখানে দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত Spark.live -এ লাইভ অনুষ্ঠানের মাধ্যমে নিউট্রিশন মাস উজ্জাপন করা হবে। এইদিন Spark.Live-এর ওয়েবসাইট-এ লাইভে থাকবেন, ভারতের বিভিন্ন গুণী এবং অভিজ্ঞ ডাইটেশিয়ানরা সঙ্গে থাকবেন কিছু ফিটনেশ এক্সপার্টসরা এবং সবথেকে বড় চমক একাধিক ডাইটেশিয়ান থাকছেন যারা সম্পূর্ণ বাংলাতে বিষয়টি বেঝাবেন। বিনামূল্যে নিজের নাম নথিভুক্ত করুন- https://spark.live/the-great-indian-nutrition-festival-2020/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − four =